মার্চে ফিরল গরম, ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা
Heat returns in March, temperature may reach 40 degrees

Truth Of Bengal: মার্চ মাসে ফের ফিরল গরম। উত্তরোত্তর বাড়ছে পারদ। নেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা পৌঁছাবে ৩৬-৩৭ ডিগ্রিতে। সেইসঙ্গে পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি। এখান থেকেই স্পষ্ট যে, আবারও বঙ্গ জুড়ে বইবে তাপপ্রবাহ।
সামনেই রয়েছে ঈদ। আর সেইসময় আবহাওয়ার কোন বদল হবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মিলবে না স্বস্তি। শুক্রবার শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে। সেইসঙ্গে বৃহস্পতিবার উত্তরের বেশিরভাগ জেলা শুষ্ক থাকবে । তবে বেশ কয়েকটি পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ। একথায় বলা যায়, আগামী দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এখন কিছুটা হলেও বৃদ্ধি পাবে।