কলকাতা

বাঘাযতীন বহুতল বিপর্যয়ে গ্রেফতার সংস্থার কর্ণধার

Head of agency arrested in Baghajatin multi-storey building disaster

Truth Of Bengal: বাঘাযতীনের হেলে পড়া বহুতল বিপর্যয়ের ঘটনায় এবার গ্রেফতার করা হল হরিয়ানার সংস্থার কর্ণধারকে। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে অভিষেক নাগরাকে। অভিষেকই হেলে পড়া ফ্ল্যাট সোজা করার দায়িত্বে ছিল।তাতে কাজের কাজ হয়নি,উল্টে বিপর্যয় নেমে আসে।ঘটনার কিনারা করতে অভিযুক্তকে কলকাতায় এনে জেরা করতে চায় পুলিশ।

বাঘাযতীনের হেলে পড়া বহুতল  নিয়ে বিতর্ক তুঙ্গে। ১৪ জানুয়ারি বিদ্যাসাগর কলোনিতে বহুতল হেলে পড়ে। বহুতলটিতে সেসময় কোনও বাসিন্দা ছিলেন না। কয়েক বছর আগে নির্মিত বহুতলটি প্রথম থেকেই এক দিকে হেলে ছিল বলে অভিযোগ। সেটাই সোজা করার বরাত দেওয়া হয়েছিল হরিয়ানার সংস্থাকে। বহুতল সোজা করার কাজ চলছিল বলে বাসিন্দারা অন্যত্র থাকছিলেন। সেই সময়েই আচমকা একতলার একাংশ ভেঙে পড়ে। যার ফলে বহুতলটি এক দিকে হেলে যায়। পরে কলকাতা পুরসভা সেই বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু করে ।

হরিয়ানার সংস্থার কর্ণধারকে ধরতে কলকাতা পুলিশের একটি দল সে রাজ্যে গিয়েছিল। সেখানেই সংস্থার কর্ণধার অভিষেক নাগারাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য,বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে। সেই সময়ে বহুতলটিতে কোনও বাসিন্দা ছিলেন না। কয়েক বছর আগে নির্মিত বহুতলটি প্রথম থেকেই এক দিকে হেলে ছিল বলে অভিযোগ। সেটাই সোজা করার বরাত দেওয়া হয়েছিল হরিয়ানার সংস্থাকে। বহুতল সোজা করার কাজ চলার সময় বিপদ হয়। আচমকা একতলার একাংশ ভেঙে পড়ে। যার ফলে সমগ্র বহুতলটি এক দিকে হেলে যায়। পরে কলকাতা পুরসভা সেই বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু করে। ঘটনার ২১ দিনের মাথায় গ্রেফতার করা হল সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারকে।

Related Articles