ছাত্রভোট নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
HC seeks affidavit from state on student polls

Truth Of Bengal: দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে থমকে ছাত্রভোট। আর এই নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচন নিয়ে রাজ্যের পদক্ষেপ কী? ছাত্রভোট নিয়ে তাদের কী অবস্থান, তা হলফনামার মাধ্যমে রাজ্যকে জানাতে হবে আদালতে।
সম্প্রতি ছাত্র ভোট নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। ওই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির এজলাস জানায়, ‘নির্বাচন না হলে ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তাই আপনারা কবে নির্বাচন করবেন সেটা ঠিক করে জানান।‘ এরপরেই রাজ্যের আইনজীবী জানান, ‘নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আমাকে সময় দেওয়া হোক।‘
এদিন দুপক্ষের সওয়াল শোনার পর প্রধান বিচারপতি জানান, ‘প্রতি দুবছর অন্তর নির্বাচন করতে হবে। আর এই নিয়ে কী পদক্ষেপ নেবে তা তিন সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে।‘ বলা বাহুল্য, রাজ্য সরকারের হলফনামা জমা পরার পড়েই ফের আদালতে হবে শুনানি।