কলকাতা

Kolkata: অটো পার্কিং নিয়ে বচসা, তারপরই ধুন্ধুমার! সেভেন ট্যাঙ্কে শূন্যে গুলি ছুড়লেন লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Truth of Bengal: ফের গুলি চলল খাস কলকাতায়! বাড়ির সামনে অটো পার্কিং করা নিয়ে বচসার জেরে এক ব্যক্তি শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন। মঙ্গলবার রাতে সেভেন ট্যাঙ্কের রামকৃষ্ণ শেঠ লেনে এই ঘটনাটি ঘটেছে। শীতের রাতে হঠাৎ গুলির শব্দে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিঁথি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত তখন প্রায় ১১টা। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ির সামনে একটি অটো পার্কিং করা ছিল। সেটি সরাতে বলা নিয়ে অটো চালক এবং ওই ব্যক্তির মধ্যে তুমুল বচসা শুরু হয়। কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে, অভিযুক্ত ব্যক্তি বাড়িতে রাখা তাঁর বন্দুক বের করে শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা চমকে ওঠেন এবং আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৭৮ বছর এবং তাঁর বন্দুকের লাইসেন্স রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত সম্ভবত ভয় দেখানোর উদ্দেশ্যেই লাইসেন্স থাকা বন্দুকটি ব্যবহার করে গুলি ছুঁড়েছিলেন। যদিও পুলিশ অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখছে। সিঁথি থানার উচ্চপদস্থ আধিকারিকরা রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক শুট আউটের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই কসবা ও হাওড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে ফেলেছে প্রশাসনকে। এর মধ্যেই ফের শহরে গুলির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ল।

Related Articles