কলকাতা

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান! এবার পুরস্কৃত হবেন আমলারাও

Govt officials are going to be rewarded on this Independence Day

The Truth of Bengal: স্বাধীনতা দিবসের সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রস্তুতি চূড়ান্ত। এবারও ট্যাবলোয় থাকছে অভিনবত্ব। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প উঠে আসবে  মহড়ায়। সরকার বৈষম্য নীতিতে বিশ্বাসী নয় সেই বার্তাও এবার দেওয়া হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে। এবছরই প্রথম রেড রোডের অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মহড়ায় যোগ দেবে দুই কেন্দ্রীয় সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরি।  পুলিশের কৃতী আধিকারিকদের পাশাপাশি এবার স্বাধীনতা দিবসে দক্ষ আমলাদেরও পুরস্কৃত করবে রাজ্য সরকার। রাজ্যের অনুষ্ঠানে এবারই প্রথম রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইএএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি আইপিএসদের চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত করা হবে। নবান্ন সূত্রে খবর, পুরস্কার প্রাপকের তালিকায় থাকতে পারেন মুখ্যসসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ কয়েকটি দফতরের সচিব, মুখ্যমন্ত্রীর দফতরের বেশ কয়েকজন আধিকারিক, এছাড়া ছ’জন আইপিএস অফিসার, কয়েকজন জেলাশাসকেরও নাম থাকছে পুরস্কার প্রাপকের তালিকায়। পুরস্কারকে চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস, এই দু’টি ভাগে ভাগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সাল থেকে রেড রোডে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। এবারের আয়োজনের অভিনবত্বতে রেড রোডে ফুটে উঠবে বিবিধের মাঝে ঐক্য। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল বাংলার বিভিন্ন ট্রাডিশন উঠে আসবে  স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে।

স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে কৃষকবন্ধু প্রকল্পের ওপর ট্যাবলো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন সহ বিভিন্ন জনমুখী প্রকল্প উঠে আসবে ট্যাবলোয়। কলকাতা ও রাজ্য পুলিশের মহিলা বাহিনী- সহ সব বাহিনী দেখাবে নানা ধরনের কসরত। পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে কোচবিহার জেলা থেকে রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরা ধামসা মাদল নিয়ে  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেবেন।গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও অংশ নেবেন প্রদর্শনিতে। তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলোতে প্রদর্শিত হবে দুর্গা প্রতিমা।

Related Articles