অবশেষে জল্পনার অবসান, আজ সন্ধেতে অভিষেকের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল
ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি

The Truth of Bengal: তৃণমূল কংগ্রেসেরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যপালের সঙ্গে যতক্ষণ না দেখা হচ্ছে, ততক্ষণ ধর্না, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। রবিবার ছিল ধর্নার চতুর্থ দিন। সূত্রের খবর গতকালই রাজ্যপাল সময় দিয়েছেন অভিষেকের সঙ্গে দেখা করার। সোমবার অর্থাৎ আজ বিকেল ৪টের সময় তিনি দেখা করবেন শাসকদলের প্রতিনিধির সঙ্গে।
একাধিক প্রকল্পে বাংলার বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে। সেই সমস্ত বকেয়ার দাবিতে সম্প্রতি দিল্লিতে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভ, আন্দোলনে ছিলেন দলের বিধায়ক, সাংসদেরা। এমনকী গ্রামবাংলার বঞ্চিতদের নিয়েই রাজঘাট, কৃষি ভবনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কেন্দ্রীয়গ্রামোন্নয়নমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও দেখা করেননি। তারই প্রতিবাদে কলকাতায় ফিরে ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধরনা শুরু করেন অভিষেক।
সূত্রের খবর, রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে, যার ফলে, আন্দোলনরত তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন, ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।” এর পর তিনি রাজভবনের নর্থ গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে সাউথ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। পরে অবশ্য জানানো হয়, সোমবার বিকেল ৪টেয় অভিষেকদের সঙ্গে দেখা করবেন তিনি।