কলকাতা

নবমীর সন্ধেতেই অন্য আলোর খোঁজ, ফুটপাথের জীবন থেকে রাজভবনে আশ্রয় পেলেন অভিষেক

Governor gave shelter

The Truth of Bengal: জীর্ণ শীর্ণ চেহারা। পরনে হাফপ্যান্ট, হাফহাতা জামা। মুখে একরাশ পাকা দাড়ি। ঠিকানা, কেয়ার অফ ফুটপাথ। রাস্তাতেই শুয়েই রাত কাটল প্রবীণ ভবঘুরে অভিষেক চট্টোপাধ্যায়ের। নবমীর সন্ধেতে তাঁর থাকার ব্যবস্থা, কর্ম ও খাবারের বন্দোবস্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে গত কয়েক বছর ধরে ওই প্রবীণ ব্যক্তির ঠিকানা বলতে কলকাতার ফুটপাথ। পারিবারিক কোনও কারণে তিনি দীর্ঘদিন ঘরছাড়া। রাস্তায় কেউ দয়া করে কাবার দিলে খেতেন, নয়তো অর্ধাহার, অনাহারেই চলত জীবন। পুজো আলাদা করে তাঁর জীবনে কোনও বৈচিত্র আনত না। কিন্তু এবার নবমীর সন্ধেটা যেন তাঁর জীবনে এক অন্য আলো এনে দিল। তাঁর একটা পাকাপাকি বাসস্থানের ব্যবস্থা করে দিলেন রাজ্যপাল।  রাজ্যপাল এক্স মাধ্যমে জানিয়েছেন, ওই ব্যক্তির খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

নবমীর সন্ধ্যায় এক্স প্লাটফর্মে ওই প্রবীণ ব্যক্তির ছবিও প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি প্রায় ৮ বছর ধরে ফুটপাথে রয়েছেন। রাজভবন গেটের সামনেই থাকতেন তিনি। তাঁর ‘রোটি, কাপড়া, মকান’-এর ব্যবস্থা করা হয়েছে। রাজভবনের কোয়ার্টারে তাঁকে থাকার জায়গা করে দেওয়া হয়েছে।

রাজভবন সূত্রের খবর, পুজোয় গত কয়েকদিন বেশ কয়েকটি মণ্ডপ দর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। তিনি রাজভবন থেকে বেরোনোর সময় প্রায় দেখতেন ওই প্রবীণ ভদ্রলোক গেটের সামনে বসে থাকতেন। নবমীর রাতে, তাঁর কাছে গিয়ে দোভাষীর মাধ্যমে নাম, ঠিকানা জানার চেষ্টা করেন রাজ্যপাল। তার পরেই তাঁর আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেন।

Related Articles