সুখবর! শীঘ্রই শিয়ালদহ থেকে চলবে বন্দে ভারত এক্সপ্রেস
Good news! Bande Bharat Express will run from Sealdah soon

Truth Of Bengal: এতদিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে যাত্রা করতেন আমজনতা। এবার শিয়ালদহ থেকেও মিলবে এই আধুনিক ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে বন্দে ভারত চালানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই শিয়ালদহ থেকে ছুটতে পারে এই সেমি হাই-স্পিড ট্রেন।
রেলের তরফে আরও জানানো হয়েছে, কলকাতা টার্মিনালের কাছে কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। এর জন্য ব্যয় হবে প্রায় ২৫০ কোটি টাকা। ডিপোর পাশাপাশি ট্র্যাক উন্নয়নের কাজও চলছে। কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার-সহ পদস্থ আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, সারা দেশে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। বাংলাতেও ইতিমধ্যেই এই ট্রেন ব্যাপক জনপ্রিয়। এরাজ্যে প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। বর্তমানে রাজ্যে মোট ৯টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস।
এই মুহূর্তে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, পুরী, পাটনা, রাঁচি, ভাগলপুর, গয়া, রৌরকেল্লা এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। শিয়ালদহ থেকে এই ট্রেন শুরু হলে যাত্রীদের আরও সুবিধা হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।