
The Truth of Bengal: পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা। সকাল থেকেই গঙ্গার ঘাট গুলিতে রীতি মেনে তর্পণের আয়োজন। মহালয়ার তর্পণে গিয়ে বিপত্তি। হুগলি, উত্তর চব্বিশ পরগনায় ঘটে দুর্ঘটনা। গঙ্গায় তলিয়ে বেলুড়ে প্রাণ গেল মহিলার। হুগলির বিবি স্ট্রিট ঘাটে নিখোঁজ অন্তত ৩। উত্তর ২৪ পরগনার পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে নিখোঁজ বৃদ্ধ।প্রত্যেকের খোঁজে চলছে জোর তল্লাশি। অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাঁকসার অজয়ের জলে তলিয়ে যায় এক বৃদ্ধ।
কাঁকসার বামুনারার বাসিন্দা বয়স ৬৫ এর শ্রীধর চ্যাটার্জী। ছয় বন্ধুর সাথে শনিবার সকালে অজয় নদে তর্পণ করতে আসেন সেই সময় তলিয়ে যান তিনি। এরপর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় ওই বৃদ্ধকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে, গঙ্গাস্নান সেরে পা পিছলে তলিয়ে যায় এক বৃদ্ধ। খবর দেওয়া হয় খড়দা থানায়।
এরপর পুলিশের তৎপরতায় ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। এই একই মর্মান্তিক ঘটনার সাক্ষী হুগলির উত্তরপাড়ার বিবি স্ট্রীট ঘাটে। তর্পণ করতে এসে তলিয়ে যায় পাঁচজন তাদের মধ্যে দুজন সাঁতরে বাঁচলেও বাকি তিনজন নিখোঁজ। তাদের মধ্যে একজন শিশু ও দুজন বয়স্ক। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ও উচ্চপদস্থ কর্তারা। তলিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে নামানো হয়েছে বোট ও ডুবুরি।
Free Access