‘গালাগাল নয় চলুক পালাগান’, ভোটে ময়দানে কদর্যতা দূর করার উদ্যোগ
'Galagal Nai Chaluk Palagan', an initiative to eliminate ugliness in the polling arena

The Truth of Bengal: ভোটের প্রচারে গালাগাল নয় চলুক পালাগান। ভোটে ভাষার ভদ্রতার জন্য সব দলই এগিয়ে আসুক, নানা পলিটিক্যাল পালাগান এনে এমন বার্তা দিলেন এক সমাজ সচেতক। এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চালু করা নানা গান শোনানো হয়। তাঁদের আবেদন, ভাষার কদর্যতা ছেড়ে সব দল পালাগানের মাধ্যমে প্রচার করুক। রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট আসন্ন। এখন রাজনৈতিক প্রচারের ময়দান তেতে আছে। নিজের নিজের দলের কথা যেমন সব রাজনৈতিক দল বলছে, তেমনই পরস্পরকে আক্রমণ করতে ছাড়ছে না কোনও দল।
আর এই আক্রমণের জন্য ব্যবহার হচ্ছে নানা কদর্য ভাষা। এখন রাজনীতির ময়দানে কদর্য ভাষার ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। যার কারণে ভোটের প্রচারে আজ সুস্থ পরিবেশ হারিয়ে গিয়েছে। রাজনীতির ময়দানে কি ফিরিয়ে আনা যায় না আগের পরিবেশ? এই ভাবনায় উদ্যোগী হয়েছেন ঝর্না ভট্টাচার্য নামে সমাজ সচেতক এক মহিলা। ভোটের প্রচারে গালাগাল নয় হোক পালাগান। ভোটে ভাষার ভদ্রতার জন্য সব দলই এগিয়ে আসুক, নানা পলিটিক্যাল পালাগান এনে এমন বার্তা দিচ্ছেন ওই সমাজ সচেতক।
এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চালু করা নানা গান শোনানো হয়। তাঁদের আবেদন, ভাষার কদর্যতা ছেড়ে সবাই পালাগানের মাধ্যমে প্রচার করুন। নানা কথায় বাঁধা হয়েছে সেই সব পালাগান। শালীনতা রেখে এক একে দলকে ব্যঙ্গ করা হয়েছে।অশ্লীল ভাষা ছড়ে একে অপরের বিরুদ্ধে পালাগানের মাধ্যে প্রচার করুক–এমনটাই চান ঝর্না ভট্টাচার্য। বর্তমান সময়ে রাজনীতিতে যে ভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। অশ্লীল ভাষার প্রয়োগ হচ্ছে। তাতে দূষিত হচ্ছে গোটা পরিবেশ। তাই সুস্থ সংস্কৃতির জন্য এই ভাবনা উদ্যোক্তাদের।