
Truth Of Bengal: ভরদুপুরে কলকাতার উপকন্ঠে পরপর চলল গুলি। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাটের নারায়ণপুর এলাকা। সল্টলেক রাজারহাট দক্ষিণনারায়ণ পুরে ৪রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।
গোষ্ঠী কোন্দলের ঘটনায় গুলি চলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর এই ঘটনায় এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ আজাদের নামে উঠল অভিযোগ। প্রথমে দুষ্কৃতি এক ব্যক্তির বাড়িতে প্রথমে হামলা চালায় । তারপরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। তাতেই সামনে এসেছে দুই দলের গোষ্ঠী কোন্দল।
জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতি তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ । তবে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্ত এলাকায় গোলাগুলির খবর পেতেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় অশান্তি চলছিল । আজ অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। এদিন দুপুরে চলে একের পর এক গুলি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে। জনবসতিপূর্ণ এলাকাতেই এই গুলি চালানোর ঘটনা নিয়ে এখন পুলিশের তরফ থেকে তেমন কোন প্রতিক্রিয়া মেলেনি বলে খবর।