কলকাতা

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা

Former state minister Rezzak Mollah passed away

Truth Of Bengal: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়িতে নিজের বাড়িতেই মৃত্যু হয় রেজ্জাক মোল্লার। এদিন সকালে প্রাতঃরাশ সারার পর তিনি কাশতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি পরিবারের সামনে তাদেরকে ছেড়ে চলে যান।

বাম আমলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। ভূমি ও ভূমি সংস্কার দফতরের দায়িত্বে ছিলেন এই মন্ত্রী। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভাঙড়ের বিধায়ক হন। তৃণমূল সরকারের আমলেও রাজ্যের মন্ত্রী ছিলেন রেজ্জাক।

১৯৭২ সালে সিপিএমের টিকিটে জিতে তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক হন। এরপর ১৯৭৭ সালে তিনি ক্যানিং পূর্ব বিধানসভা জিতে রাজ্যের মন্ত্রী হন। ২০১৪ সালে দলবিরোধী কথা বলায় সিপিএম তাঁকে বহিষ্কার করে দেয়। এরপর ২০১৬-তে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলের শাসনকালে ভোটে জিতে তিনি খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও হন।

Related Articles