কলকাতা

সাসপেন্ড সিবিআই হেফাজতে থাকা টালা থানার প্রাক্তন ওসি

Former OC of Tala police station in suspended CBI custody

Truth Of Bengal: রাজ্য সরকার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করেছে। ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। গত শনিবার সিবিআই তাঁকে গ্রেফতার করার পর চার দিন অতিবাহিত হয়েছে, এবং বর্তমানে তিনি সিবিআই হেফাজতে আছেন। এই পরিস্থিতিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনিক মহলের একাংশ বলছে, এটি একটি নিয়মিত পদক্ষেপ, কারণ যে কোনও সরকারি কর্মী যদি ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে তদন্তকারী সংস্থার হেফাজতে থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড করা হয়।

প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ নষ্টের পেছনে টালা থানার প্রাক্তন ওসির যোগসাজশের সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। একই অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে আগে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার শিয়ালদহ আদালত অভিজিৎ ও সন্দীপ উভয়কেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, ৯ অগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে অধিকাংশ কথোপকথন হয়েছে, যা কল ডিটেলসে প্রমাণিত। তাঁরা কয়েকটি ‘সন্দেহজনক’ মোবাইল নম্বরেও বারবার ফোন করেছেন। সিবিআই দাবি করেছে যে, এই বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। সিবিআই আরও দাবি করেছে যে, টালা থানা থেকে উদ্ধার করা সিসি ক্যামেরার হার্ড ডিস্কটি পরীক্ষা করা উচিত।

Related Articles