কলকাতা

পাম এভিনিউতে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

Fire on Palm Avenue, firefighters at the scene

Truth Of Bengal: ৬ নং পাম এভিনিউ এর অশোকা হল গার্লসে আগুন। মঙ্গলবার এই আগুন ওই স্কুলটির তিনতলায় লাগে। জানা যায় এই আগুন যেই সময় লাগে তখন স্কুলটিতে এসি মেরামতির কাজ চলছিল। তাইজন্য স্কুল বন্ধ ছিল।


অনুমান করা হচ্ছে, এই আগুন শট সার্কিট থেকেই লাগে। এই আগুন লাগার পর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা আগুনের ফুলকি দেখে দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এলাকায় দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে স্কুল বন্ধ থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় আশেপাশের এলাকা। মূলত মনে করা হচ্ছে, স্কুলটি ঘিঞ্জি এলাকায় হওয়ার জন্য এই আগুন ওই এলাকায় লাগে।

Related Articles