কলকাতা

লেদার কমপ্লেক্স এলাকায় ভয়াবহ আগুন, ঘরের মধ্যে ঝলসে মৃত ১

fire in leather complex area, 1 dead due to burns inside the house

Truth Of Bengal: রবিবার লেদার কমপ্লেক্স এলাকার এক বাড়িতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তবে শেষ পর্যন্ত রক্ষা হল না। লেলিহান শিখাতে অগ্নিদগ্ধ হয়ে হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম সুরজিৎ সরদার। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে নিহতের দেহ।

এদিন প্রতিবেশীরা ওই ব্যক্তির ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে বিপদের আন্দাজ করে। তারপর বালতি, গামলা যে যেমন পেরেছে সে সেভাবে জল নিয়ে এগিয়ে গিয়েছে সাহায্যের জন্য। এরপর দমকলে খবর দেওয়া হয়। কিন্তু যতক্ষণে আগুন নিভিয়ে দমকল কর্মীরা ঘরের ভিতরে ঢোকেন ততক্ষণে গোটা দেহটাই পুড়ে ছাই। এদিন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কলকাতা লেদার কমপ্লেক্স থানার শিরিষ বাগান এলাকা।

স্থানীয় সূত্রের খবর, সুরজিৎ নামক ওই ব্যক্তি ওখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার সময় দেখে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ, সে কারণে তারা ভিতরে ঢুকতেও সমস্যায় পড়ে। অনেক কষ্টের পর দরজা খুলে দেখ কার্যত পুড়ে ছাই সুরজিৎ-এর দেহ। শুধু পড়ে রয়েছে দেহাংশ। আগুন লাগার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles