কলকাতারাজ্যের খবর
যেখানে সেখানে পানের পিক ফেললেই জরিমানা, কড়া পদক্ষেপ রাজ্যের
Fines for throwing paan picks anywhere, strict action by the state

Truth Of Bengal: জয় চক্রবর্তী: অনেকেই পান খেয়ে তার পিক রাস্তায় ফেলেন। গুটকা খেয়ে তার পিক ফেলে অপরিষ্কার করেন রাস্তা। এবার তা বন্ধ করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। পানের বা গুটকার পিক ফেললেই হবে জরিমানা। আগামী বিধানসভা অধিবেশনে আসছে বিল। রাজ্য মন্ত্রিসভায় মঙ্গলবার এই বিল আনার ক্ষেত্রে সবুজ সংকেত মিলেছে।