অবশেষে জেলমুক্তি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনু
Finally released from prison, Shantanu Banerjee gets bail in primary recruitment corruption case

Truth Of Bengal: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূলের বহিষ্কার নেতা অর্থাৎ শান্তনু বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে সিবিআই মামলা থেকে জামিন দিল ইডির বিশেষ আদালত। আর তাতেই অবশেষে জেলমুক্তি হবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন জামিনের কথা শুনতেই জেলের মধ্যেই তিনি কেঁদে ফেললেন ।
বলা বাহুল্য, এরআগে শান্তনু ইডির মামলায় জামিন পেয়েছিলেন। আর এবার জামিন মিলল সিবিআইয়ের মামলায়। তাতেই জেল থেকে বের হতে পারবেন তৃণমূলের বহিষ্কৃত নেতা। হুগলির বলাগড়ে তৃণমূলের যুব নেতা ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি আরেক যুব নেতা কুন্তল ঘোষের ঘনিষ্ঠ। ২০২৩ সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এরপর শান্তনুকে হেফাজতে নেয় সিবিআই।
শান্তনুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে তিনি প্রচুর টাকা তুলেছেন। আর তাতেই সিবিআইয়ের দাবি, হুগলি ডিপিএসসি-তে প্রভাব ছিল তাঁর। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়াতেই শান্তনুকে দল থেকে বহিষ্কার করে দেয় তৃণমূল কংগ্রেস। আর এবার দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পেতে চলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।