সিবিআইয়ের তদন্তের প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকরে নির্যাতিতার পরিবার
Family of victim of RGI files fresh appeal in Supreme Court

Truth Of Bengal: আরজিকর নিয়ে সিবিআইয়ের তদন্তের প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার। প্রধান বিচারপতির পরামর্শ মেনে নতুন আবেদন জমা দিলেন তারা। তাদের এই আবেদনের ভিত্তিতে ফের নতুন করে সিবিআইকে তদন্ত করার আবেদন করা হয়েছে। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, কলকাতার আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। যার ফলে সুপ্রিম কোর্টে মামলাও হয়। তবে নিম্ন আদালত শেষমেষ দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
এরপর নতুন করে তদন্ত করে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা এবং মা। তবে আদালতে পর্যবেক্ষণ ছিল একই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি দুটি পৃথক আদালতে চলতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালতে নিহত চিকিৎসকের বাবা-মা জানিয়েছে তাদের কলকাতা হাইকোর্টে তদন্তের শুনানি চালিয়ে যেতে চান।