
The Truth of Bengal: বাংলা সংস্কৃতি অন্যতম অঙ্গ বহুরূপী। শহর ছাড়াও গ্রামের দিকে একটা সময় খুব দেখা যেত নানা সাজে সজ্জিত বহুরূপীদের। পেশার তাগিদে গায়ে মুখে রং মেখে ভারী পোশাক পরে মানুষকে আনন্দ দিয়ে যান বহুরূপীরা। সেই সংস্কৃতি আজ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন খুব একটা আর দেখা যায় বাংলার এই প্রচাণি শিল্পকলার সঙ্গে মানুষজনের। অথচ একটা সময় একশ্রেণির মানুষ রুটি-রুজির টানে এই বহুরূপী সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন। বাংলার বহু লেখকের লেখায় বারবার উঠে এসেছে বহুরূপীদের নানা কর্মকাণ্ড।
শরৎচন্দ্রের মেজদা উপন্যাসেও ছিদাম বহুরূপীর কথা আছে। এখন সময় বদলেছে। বদলেছে মানুষের সাংস্কৃতিক ভাবনা। মনোরঞ্জনের আধুনিক উপাদান খুঁজে নিয়েছে মানুষ। তাই আজ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে বহুরূপী সাজার এই সংস্কৃতি। এখন কিছু মানুষ টিকে আছেন এই পেশায়। তবে এখন আর বহুরূপীরা শিল্পীর মর্যাদা পান না। দেব-দেবী সেজে তাঁরা অনেকেই ভিক্ষে করেন। সেই বহুরূপীদের সম্মান জানিয়ে মেলা হল শহর কলকাতায়।
মেলায় অংশ নেন অনেক বহুরূপী। পেশার তাগিদে আজও যারা বহুরূপী শিল্প বাঁচিয়ে রেখেছেন, তাঁদের সম্মান জানিয়ে এমন মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে, শহরে এই ধরনের মেলা হচ্ছে এই প্রথম। আশা-নিরাশার দোলাচলে দাঁড়িয়ে বহুরূপী সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছেন অল্প কিছু মানুষ। আজ অনেক বিয়ে বা অনুষ্ঠান বাড়ির সামনে তাঁদের দেখা যায়। সেই মানুষগুলির কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছে আয়োজিত হল বহুরূপী মেলা।