
The Truth of Bengal: তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দাবদাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। মে মাসের শুরুতেও দাবদাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আশারবাণী হিসেবে পার্বত্য তিন জেলায় রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বের না হওয়ার কথা বলা হয়েছে।
এপ্রিল মাস শেষ হতে এল কালবৈশাখীর দেখা নেই। শনিবার ফের কলকাতার পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াস পার করে। বৃহস্পতিবার কলকাতার পারদ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। শুক্রবার পারদ প্রায় দু ডিগ্রি কমে ৩৯.৭ ডিগ্রিতে নেমেছিল। আবহাওয়া দফতরের তথ্য বলছে, এর আগে ২০১৪ সালে এপ্রিলে টানা পাঁচদিন শহরের পারদ ৪০ ডিগ্রির ওপরে ছিল। এবছর এখনও পর্যন্ত তিনদিন একটানা তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। শনিবার কলকাতার তাপমাত্রা বেড়ে ৪১.১ ডিগ্রিতে পৌঁছে যায়। তীব্র গরমের সঙ্গে চলতে থাকে তাপপ্রবাহ।
বেশ কিছু দিন ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাপপ্রবাহ চলছে। মৌসম ভবন এই দুই রাজ্যে আগামী দু’দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলতে পারে। এপ্রিলের এই দহনজ্বালা মে মাসের শুরুর দিকেও চলতে পারে।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক, তামিলনাড়ুতে। আগামী চারদিন ধরে রাজ্যগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তীব্র গরমে যখন পূর্ব এবং দক্ষিণ ভারতের মানুষের নাভিশ্বাস উঠছে, তখন জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এবং ছত্তিসগড়ে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।