কলকাতা

গরমের চরম সতর্কবার্তা! দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল সতর্কতা জারি

Extreme heat warning! Red alert issued in 6 districts of South Bengal

The Truth of bengal: তীব্র গরমে নাজেহাল গোটা বাংলা। একটু বৃষ্টির জন্য চাতকের অপেক্ষা রাজ্যবাসীর। তীব্র গরম থেকে এখনই মুক্তি পাওয়ার আশা নেই। নতুন করে দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তারপর কিছুটা বদল হতে পারে পরিস্থিতি। তাপবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। কলকাতায় শনিবার তাপমাত্রার পারদ পারছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুষ্ক পশ্চিমী হাওয়ায় পশ্চিমের জেলাগুলিতেও গরম বেড়েই চলেছে। তাপমাত্রা আরও দুই-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে। তার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ায় গরম থেকে একেবারে মুক্তি পাওয়ার আশা কম।

তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। আগামীদিনে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওপরের দিকের ৫ জেলায় রবি ও সোমবার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

Related Articles