মকর সংক্রান্তিতেও উধাও শীত, কবে থেকে পড়বে কনকনে শীতের আমেজ?
Even in Makar Sankranti, the winter will disappear, from when will the taste of cold be felt in Konkan?

Truth Of Bengal : মকর সংক্রান্তিতে নেই কনকনে শীতের দেখা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি শীতে কত দিন কনকনে ঠাণ্ডা পড়েছে তা হাতে গুণেও বলা মুশকিল। জাঁকিয়ে শীতের আসাতেই শেষ হয়ে গেল ডিসেম্বর মাস। নতুন বছরে শীতের দেখা মিললেও সেই পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে বারবার বাধাপ্রাপ্ত পাচ্ছে শীতকাল। এই জানুয়ারিতেও শেষ হচ্ছে না শীতের লুকোচুরি। তবে শুরুর দিকে তাপমাত্রা কম থাকলেও বাড়তে শুরু করবে তাপমাত্রা।
শীত পড়ুক চাই না পড়ুক সংক্রান্তিতে উত্তরে হাওয়া বইবে তেমনটা স্বাভাবিক থাকলেও এইবছর পুরো উলট পুরাণ। সংক্রান্তিতেও নেই শীতের দেখা। গত ১২ বছরের মধ্যে যা রেকর্ড। বাংলায় নেই জাঁকানো শীতের আমেজ। গত কয়েক বছরের রেকর্ড ও খুব একটা ভালো নয়। প্রতিবছর যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে একসময় সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার চলটাই চলে যাবে।
মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের দিকের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতেও কমে যাচ্ছে শীতের আমেজ। মূলত জোড়া ঝঞ্ঝার জেরে শীতের উধাও। আপাতত শীত ঘুমেই থাকবে শীত। ফের ১৮ জানুয়ারির পর তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।