কলকাতা
Trending

ট্রেনের কাজ মিটলেও মসৃণ হবে কি ট্রেন চলাচল? সংশয়ে রেল দফতর

Even if the train work is completed, will the train movement be smooth? Railway department in doubt

The Truth Of Bengal : রবিবার সকালেও একই রকম হয়রানির  শিকার শিয়ালদহ মেন ও উত্তর শাখা যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও ট্রেনে দেখা সাক্ষাত নেই। প্রতিটা স্টেশনে ভিড়ের ফলে পা রাখতে পারছে না যাত্রীরা। কোনো মতে  ট্রেন আসলেও ট্রেনের কামরায় পা রাখতে পারলেও কিছুটা দূরে গিয়ে আবারো সিগনাল বিভ্রাট  । তাছাড়াও, শিয়ালদহের অধিকাংশ ট্রেন শিয়ালদা যাওয়ার আগে যাত্রা শেষ করছে। আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে রেল  দফতরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দুপুরের পর থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা আছে ।

তবে  কতটা স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ে আছে রেলের কর্মকর্তারা। উল্লেখ্য আগামী , জুলাই মাস থেকে শিয়ালদা ডিভিশনে  মেন লাইনে ১২বাকি ট্রেন চলাচল করানোর জন্য এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। যদিও বা শুক্রবার গভীর রাত থেকে রবিবার পর্যন্ত পাওয়ারব্লক নিয়েছে রেল কর্তৃপক্ষ । রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , রবিবার দুপুর পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদের। তাদের দাবি এই কাজ হয়ে যাওয়ার পর , মসৃণ হবে রেল পরিষেবা। তবে রেল দপ্তরের তরফ থেকে এই সমস্যার মসৃণ হওয়ার কথা বলল কতটা সমস্যার সমাধান হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এই সমস্যা যে সহজে মিটবে না তা মেনে নিয়েছে রেলের অধিকাংশ  আধিকারিকেরাই  । এছাড়াও রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরো জানানো হয়েছে শিয়ালদহ প্লাটফর্মে সম্প্রসারণ এর কাজ চলার পাশাপাশি সিগন্যালের কাজও চলছে।  এছাড়াও, রুট রিলে ইন্টারলকিং থেকে ইন্টারলোকিংয়েরল কাজ হচ্ছে ‌ ‌ । তবে এই পরিবর্তনের পরে সমস্যার সমাধান হবে বলে মনে করছে রেলের আধিকারিকেরা।

Related Articles