কলকাতা

বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা এখনই নেই কলকাতায়

Even if it rains, the temperature is not likely to drop in Kolkata right now

The Truth Of Bengal : বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকছে আকাশ। আবার কখনো ভ্যাপসা গরম পড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘ ও সূর্যের লুকোচুরি চলছে। এই অবস্থায় কলকাতা কিন্তু দিন দিন যেন আরো অস্বস্তিকর পরিবেশে রূপান্তরিত হচ্ছে। ধীরে ধীরে বাড়ছে তীব্র তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের অনুপস্থিতিতে তীব্র গরমে কার্যত হাঁসখাস অবস্থায় সাধারণ মানুষের।

শুক্রবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে সাধারণ মানুষের অনুমান এইভাবে চলতে থাকলে হয়তো একদিন মহানগরের তাপমাত্রা গিয়ে পৌঁছবে ৫০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। আরএমসি সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মন্থর অগ্রগতির কারণে তা এখনো কলকাতায় প্রবেশ করেনি। তাই কার্যত বৃষ্টির কোনো আশঙ্কা এখনো পর্যন্ত জানা যায়নি।

এবারে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কলকাতায় কবে ঘটবে বর্ষার আগমন?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তারা পর্যবেক্ষণ করছেন। যা হয়তো সম্ভাব্যভাবে বর্ষার সূচনাকে ত্বরান্বিত করতে পারে। আরএমসি অনুসারে, যতদিন না পর্যন্ত বর্ষার আগমন ঘটে ততদিন কলকাতার পারদ ক্রমশ চড়তে থাকবে।

আরএমসি আবহাওয়া বিভাগের প্রধান এইচ আর বিশ্বাস জানান, ” শহরে বৃষ্টির সম্ভাবনা কম। এমনকি যদি বৃষ্টি হয়, তবে এটি স্থানীয় বজ্রপাতের কারণে হবে এবং বজ্রপাত হবে বিচ্ছিন্ন ও সংক্ষিপ্ত। এটি তাপপ্রবাহের পারদ নিম্নমুখী করার জন্য যথেষ্ট নাও হতে পারে।”

শুক্রবার আলিপুর এলাকায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। তবে বৃহস্পতিবার স্থানীয় বজ্রপাতের কারণে নিউটাউনের বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। তবে কলকাতার বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হয়েছিল। তবে এমতাবস্থায় তাপমাত্রার পারদ নিম্নমুখী করতে প্রবল বৃষ্টিপাতের প্রয়োজন।

Related Articles