পাটুলিতে রহস্যমৃত্যু, দগ্ধ অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ
Elderly woman's body found in mysterious circumstances in Patuli

Truth of Bengal: বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাটে ভয়াবহ ঘটনার সাক্ষী হল খাস কলকাতা। বুধবার দুপুরে ওই ফ্ল্যাট থেকে দগ্ধ দেহ উদ্ধার হয় ৭২ বছরের বৃদ্ধা মালবিকা মৈত্রের। তাঁর ছেলে অভিজিৎ মৈত্রের খোঁজ মিলছে না, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টা নাগাদ ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। বাইরে থেকে দরজায় তালা দেওয়া ছিল। দমকল ও পুলিশে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ফ্ল্যাটে ঢুকে দেখা যায়, বিছানার উপর দগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা।
পুলিশ জানিয়েছে, মালবিকা দেবীর পায়ে ব্যান্ডেজ ছিল, যা মৃত্যুর আগে তাঁর অসুস্থতার ইঙ্গিত দেয়। তবে তাঁকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
অভিজিৎ মৈত্রের ফোন বন্ধ থাকায় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো থাকায় সন্দেহের তির তাঁর দিকেই। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিজিৎকে খুঁজে বের করার চেষ্টা করছে। বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।