
The Truth of Bengal: সোমবার রাতেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালি ও বনগাঁ কাণ্ডের পর রাহুলের কলকাতায় আসা খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকেরই। সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মঙ্গলবার বিকেলে রাজভবনে গেলেন ইডি ডিরেক্টর।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত ৫ জানুয়ারির সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।
মাথা ফাটে তিনজন অফিসারের, গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গত রবিবার সন্ধ্যায় সিআরপিএফ এবং ইডির শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল। এরপর গেলেন ইডি ডিরেক্টর।