কলকাতা

পুজোর আগেই মহিলা স্পেশাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ, বিতর্ক তুঙ্গে

এই কোচের ভাড়া হবে সাধারণ ট্রেনের ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুন বেশি

The Truth of Bengal: দুর্গাপুজোর আগেই মহিলা যাত্রীদের বিশেষ সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পূর্ব রেল। শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি স্পেশাল ট্রেনে পাইলট প্রোজেক্ট হিসেবে প্রথম শ্রেণির কোচ চালু করতে চলেছে। রেলের তরফে সাধু উদ্যোগ হলেও, এতেই ক্ষোভ প্রকাশ করছেন মহিলা যাত্রীরাই।

পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি স্পেশাল ট্রেনে চালু হচ্ছে প্রথম শ্রেণি। কোচের মধ্যে থাকবে কুশনযুক্ত আসন, ফ্লোর সাজানো হয়েছে মাদুর দিয়ে, বগির দেওয়ালে আঁকা হয়েছে নানা পটচিত্র। এ ছাড়া আরও বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়ার কথা ভাবা হয়েছে রেলের তরফে।  মাতৃশক্তিকে শ্রদ্ধা জানাতেই রেলের এই অভিনব পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

রেলের এই উদ্যোগে অবশ্য মোটেই খুশি নয়, নিত্যকার সাধারণ মহিলা যাত্রীরা। তাঁদের দাবি, এই কোচের ভাড়া হবে সাধারণ ট্রেনের ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুন বেশি। ফলে ভিড়ের সময় অনেকেই সাধারণ টিকিট নিয়ে উঠে পড়বেন এই বগিতে, আর তাদের দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এর ফলে, উত্তেজনা যেমন বাড়বে, তেমন রেলকর্মীদের সঙ্গে যাত্রীদের দ্বন্দ্বও তৈরি হবে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন নেটনাগরিকেরা। তাঁদের দাবি, মাতৃশক্তিকে শ্রদ্ধা জানাতে গিয়ে রেল কর্তৃপক্ষ নিত্যকার অশান্তি ডেকে আনছে নাতো?