কলকাতা

ফের ইডি সরব শহরতলিতে, শুক্রবার সকাল থেকেই ৫ জায়গায় ইডির তল্লাশি

Again ED in Sarab suburb, ED search at 5 places since Friday morning

The Truth of Bengal: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সরব ইডি। শুক্রবার সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।

সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই ইডি ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি তদন্তে ইতিমধ্যেই হেভিওয়েট নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দী রয়েছেন। এবার তাঁরই ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকে রয়েছে রাজীব দে-র পাঁচতলা বাড়ি। সেখানে তল্লাশি অভিযান ইডি-র। এছাড়াও রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নেমেছেন ইডি।

এদিকে ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন। শুধু তাই নয় তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তিও রয়েছে। এর আগেও ৩-৪ বার রাজীব দে-কে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান।

Related Articles