কলকাতা

মহালয়া থেকেই বাড়বে রাতভোর বাস পরিষেবা ! বড়ো সিদ্ধান্ত বাসমালিক সংগঠনের

Durga Pujo Bus service

The Truth of Bengal: আর মাত্র কয়েকটা দিন, তারপরই বছরভরের অপেক্ষা শেষ। পুজোর কয়েক দিন আগে থেকেই উৎসাহী দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে মণ্ডপে মণ্ডপে।  ষষ্ঠী থেকে দশমী, পুজোর আড়ম্বর এই পাঁচদিন সবথেকে বেশি হলেও, মহালয়ার পর থেকে ভিড় বাড়তে শুরু করে কলকাতায়। জেলায় জেলায় রাস্তায় নেমে পড়েন উৎসাহী দর্শনার্থীরা। ভিড়ে ঠাসা রাতের কলকাতায় দর্শনার্থীদের হেনস্থা কমাতে মেট্রো বা গণপরিবহণ চালানোর প্রথা দীর্ঘদিনের।গত কয়েক বছরের এই প্রবণতা দেখেই রাতের শহরে বাস-মেট্রো সচল রাখার প্রথা হয়েছে।

তাই এ বছর পঞ্চমী, ষষ্ঠীতেও গভীর রাত পর্যন্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। একই ভাবে পুজোর  তিন দিন ছাড়াও শহরের একাধিক রুটে পঞ্চমী থেকেই সারা রাত বাস চালানোর কথা জানিয়েছেন বেসরকারি বাসমালিকেরা। ভিআইপি রোডের মতো কিছু রাস্তায় পঞ্চমীর বিকেলের পর থেকে অটো চলাচল নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ওই সব জায়গায় যান নিয়ন্ত্রণের বিধি মেনেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিন ওই রুটগুলিতে বাস চালাতে চায় একাধিক বাসমালিক সংগঠন।

নিউ টাউন, ভিআইপি রোড, সল্টলেক, ইএম বাইপাস, বি টি রোড, গড়িয়াহাট, টালিগঞ্জ, এসপ্লানেড, ডায়মন্ড হারবার রোডের কিছু অংশ-সহ একাধিক রুটে যেখানে পর্যাপ্ত যাত্রী মিলবে, সেখানে বাস চালানোর ক্ষেত্রে আগ্রহী মালিক সংগঠনগুলি। পাশাপাশি, রাতে বাস চললেও যাত্রীদের চাহিদা এবং রাস্তায় তাঁদের সংখ্যার উপরে অনেক কিছু নির্ভর করে, জানাচ্ছে বিভিন্ন বাসমালিক সংগঠন। মোটের উপরে যাত্রী থাকলে তবেই শহরের গুরুত্বপূর্ণ রুটে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সারা রাত বাস চলবে।

Free Access

Related Articles