কলকাতা

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা নিয়ে ড্রাগ কন্ট্রোলের বৈঠক

Drug Control meeting on Health Department guidelines

জয় চক্রবর্তী: জাল ওষুধ রুখতে স্বাস্থ্য দফতর কর্তৃক ইতিমধ্যেই কয়েক দফা নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকাগুলি নিয়ে এবার বৈঠকে বসছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। মে মাসের শেষ থেকেই শুরু হবে বিভিন্ন জেলায় বৈঠক।

মূলত হোলসেলারদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে জাল ওষুধ কিনে তাদের ঠকতে না হয়। সেই সমস্ত হোলসেলার সংগঠনের সঙ্গে ড্রাগ কন্ট্রোলের আদিকালিকরা বৈঠক করবেন। কিভাবে ওষুধ কিনবেন বা দোকানে তা বিক্রি করবেন এবং রাজ্য সরকার কিভাবে সহায়তা করবে তা নিয়েই থাকবে বৈঠকের বিষয়বস্তু বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles