কলকাতা

প্রচারে বাধা পাওয়া নিয়ে হুলস্থুল কান্ড, সিপিএমের মিছিল কেন আটকে ছিল পুলিশ জানেন?

Do you know why the police stopped the CPM procession

The Truth of Bengal: ১লা জুন কলকাতায় লোকসভা ভোট, ভোটের স্বরগরমে প্রচার প্রস্তুতি বাম ডানের প্রার্থীরা। তেমনই বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় সিপিএমের প্রচার করবার সময়  মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে নির্বাচন কমিশনে দারস্থ হয়। কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ জানান সিপিএম নেতারা। অভিযোগে বলা হয় দলের দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচার জোর করে আটকে দিয়েছে। দলের প্রার্থীর প্রচার বাধা দেওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর। জানা গিয়েছে পুলিশের অনুমতি ছিল না এমন রাস্তায় একপ্রকার জোর করে প্রচার চালাতে যেতে চাইছিল সিপিএম। আর সে কারণেই  তাদের ওই রাস্তায় প্রচার করতে দেওয়া হয়নি। কমিশন সূত্রে খবর পুলিশের এখানে কোন বাধা দেওয়ার প্রশ্ন নেই। অনুমতি না থাকায় আটকে দেওয়া হয়। সিপিএম করা সেই অভিযোগ এক প্রকার খারিজ হয়ে গেল কমিশনে।

Related Articles