কলকাতা

বঙ্গজুড়ে দুর্যোগের আভাস , আগমন ঘটবে কালবৈশাখীর

Disaster looms across Bengal, Kalbaisakhi will arrive

Truth Of Bengal : ভ্যাপসা গরমের পর এবার স্বস্তির বার্তা বঙ্গবাসীর কাছে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস বঙ্গজুড়ে। চলতি গরমের মরসুমে এবার আগমন ঘটবে কালবৈশাখীর। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কেবল বৃষ্টি নয়, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড় হাওয়া। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড় হাওয়া এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত বঙ্গের একাধিক জেলায় জারি থাকবে বৃষ্টির সিলসিলা।

বৃহস্পতিবার দক্ষিণের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে সঙ্গে চলবে দমকা হাওয়া। ইতিমধ্যেই হাওয়া অফিস এই সমস্ত জেলায় বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে। শুধুমাত্র জেলাতে নয়, বৃষ্টি হবে শহরতলিতেও। একই সঙ্গে শহরেও বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কলকাতাতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ও ভালোই বৃষ্টি চলবে শহর থেকে শুরু করে দক্ষিণের একাধিক জেলায়। একি সঙ্গে বজায় থাকবে ঝোড় হাওয়া।

দক্ষিণে বৃষ্টি হলেও উত্তরে বৃহস্পতিবার বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার বৃষ্টি না হলেও শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। সেই বৃষ্টির পরিমাণ শনিবার আরও বাড়তে পারে বলে সম্ভাবনা। এই দুর্যোগের জেরে ইতিমধ্যেই উত্তরের উঁচু এলাকা গুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই দুই দিনে উত্তরের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড় হাওয়া।

হাওয়া অফিসের মতে বাতাসে প্রচুর পরিমাণে জমেছে জলীয় বাষ্প, যে কারণে কালবৈশাখীর আগমন ঘটছে বঙ্গে। ঝোড় হাওয়ার কারণে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

Related Articles