কলকাতা
বাজ পড়ে বিপত্তি খাস কলকাতায়, ভেঙে পড়েছে শপিংমলের পিলারের একটি অংশ
Dharamtala Metro Mall hit by lightning

The Truth of Bengal: ধর্মতলায় শপিং মলের বাজ পড়ে বিপত্তি। শপিং মলের পিলারের একটি অংশ ভেঙে নীচে পড়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। বহুতল মলের উপরের পিলার থেকে পাথরের টুকরো পড়ে রাস্তার উপরে। তা কারও গায়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সকাল থেকেই কলকাতার আকাশে মুখভার। সকাল আকাশ মেঘলা থাকার কারণে দিনের বেলাতেও যেন সন্ধ্যা নেমেছিল। পরে আলো বাড়লেও মেঘ কাটেনি। বেলার দিকে একাধিক এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুপুর ১টার কিছু আগে ধর্মতলা চত্তরে হটাৎই বাজ পড়ে। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা।
তার পর থেকেই বৃষ্টি শুরু হয়। জানা গিয়েছে, ওই বাজ পড়েছে মেট্রো মলের উপরে। বজ্রপাতের অভিঘাতে উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। অন্তত ১০০ মিটার দূরে পাথরের টুকরো গিয়ে পড়েছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।