কলকাতা

নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১, ভস্মীভূত বহু ঝুপড়ি

Devastating fire in Narkeldanga slum, 1 dead, many huts burnt to ashes

Truth Of Bengal: নারকেলডাঙায় খালপাড়ের পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাতের এই দুর্ঘটনার পর রবিবার সকালে ঝুপড়ির ভিতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। তিনি ওই ঝুপড়ির বাসিন্দা। অগ্নিকাণ্ডের সময় তিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন বলে অনুমান। এই বিধ্বংসী আগুনের গ্রাসে অন্তত ৪০টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক খবর জানা যায় নি।

শনিবার রাতে ওই বস্তিতে আচমকায় আগুন লেগে যায়। এরপর সেই আগুন তীব্র হওয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন খবর দেয় পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। পরে আগুনের মাত্রা আরও তীব্র হলে আরও ছ’টি ইঞ্জিন আসে। চার ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ নারকেলডাঙার ওই বস্তিতে কীভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারিদিকে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। ঘটনাস্থলে  দমকলের মোট ১৬টি ইঞ্জিন এসে পৌঁছায়।পরে নারকেলডাঙা থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছৈয়। দীর্ঘ চেষ্টার পর রাত ২টো ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

Related Articles