কলকাতা

বেলেঘাটাতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Devastating fire in Beleghata, multiple fire engines at the scene

Truth Of Bengal: বুধবার বেলেঘাটার এক দরমার দোকানে বিধ্বংসী আগুন। ফুটপাতের দোকানে ভয়াবহ আগুিকাণ্ডের ঘটনায় সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। বরফকল সংল্গন এই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরের কথা জানতে পেরে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এলেও পরে আগুনের তীব্রতা বুঝতে পেরে সেখানে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। একেবারে যুদ্ধকালীন তৎপরাতায় আগুন নেভানোর কাজ করে দমকল। ঘটনার পর ওই এলাকায় যানচলাচল বন্ধ রাখা হয়।

সবে দুপুরের রোদ পড়তে শুরু করেছে, সে সময় হঠাৎ পথচারীদের নজরে আসে এই দোকান থেকে দাউদাউ আগুনের শিখা বেরোচ্ছে। তড়িঘড়ি তৎপরতার সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও বেলেঘাটা থানাতে।

এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর ট্রাফিক পুলিশ ওই এলাকার উপর কড়া নজর রাখে। শিয়ালদহ থেকে বেলেঘাটার রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এলাকাবাসীর মধ্যে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা বলতে পারছে না দমকল কর্মীরা। পুরো বিষয়টি তদন্তে করে দেখছে পুলিশ। সেই সঙ্গে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Related Articles