খোদ কলকাতায় গলাকাটা দেহ, কোয়েষ্ট মলের পেছনে
Cut throat bodies in Kolkata itself, behind Quest Mall

The Truth Of Bengal: খোদ কলকাতায় গলাকাটা মৃতদেহ। কোথা থেকে এল এই দেহ? কোয়েস্ট মলের পেছনে উদ্ধার করা হয় দেহটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মৃতদেহটি দেখতে পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম শামসের আলি। বয়স আনুমানিক ৩৮ বছর।কড়েয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা ঘরে ঢুকে ওই যুবকের নলি কেটে খুন করা হয়। যে ঘরে এই মৃতদেহ উদ্ধার হয় সেই ঘরে একাই ছিলেন ওই ব্যক্তি। ব্রাইট স্ট্রিটের ঘটনা। পরিবার সূত্রের খবর, ওই ঘরে একাই থাকতেন সামসের আলি।
পাশের আরেকটি ঘরেই তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা থাকতেন। এদিন ঘর থেকে স্বামী বেরিয়ে না আসায় ডাকাডাকি শুরু হয়। কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভিতরে মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে কড়েয়া থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে কলকাতা পুলিসের হোমিসাইড এবং সাউথ ইস্ট ডিভিসনের ডিসিপি ভোলানাথ পান্ডে।