কলকাতা
Trending

নির্বাচনী প্রচারে শিশুদের নিয়ে একি করলেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী!

CPM candidate of Howrah Lok Sabha did it with children in the election campaign!

The Truth Of Bengal : সিপিএম প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছে বাচ্চারা! নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও এমন ছবি দেখা গেল হাওড়া লোকসভা কেন্দ্র এলাকায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনের দেওয়াল লিখছে কচিকাঁচারা। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা আছে, ভোটের কাজে বা প্রচার সংক্রান্ত বিষয়ে কোনওভাবেই যুক্ত রাখা যাবে না শিশুদের। যেদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল, সে দিন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল ভোটের প্রচার থেকে শিশুদের দূরে রাখার কথা।

কিন্তু, কমিশনের সেই নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া লোকসভা এলাকায় দেখা গেল সিপিএম প্রার্থীর সমর্থনের দেওয়াল লিখছে কচিকাঁচারা। সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। এমন কাজের জন্য সিপিএমকে আক্রমণ করে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।

অভিজিৎ গাইন নামে এক নেটিজেন লেখেন, ‘লজ্জা’।

অর্ণব চক্রবর্তী নামে অন্য এক নেটিজেন লেখেন, ‘লজ্জা লাগে না? এদের শৈশবটাকেও শেষ করে ছাড়বে।‘

সুকুমার পাল নামে আর এক নেটিজেন লেখেন, ‘এদের রাজনীতির পাঠ না দিয়ে শিক্ষার পাঠ দিলে ভাল হয়। যখন নিজেরা বুঝবে তখন রাজনীতি করবে। এটা খুব খারাপ ছবি।‘

শিবনাথ সাঁতরা অন্য আর এক নেটিজেন লেখেন, ‘এদের লজ্জা-শরম নেই। শিশুদের নিয়ে রাজনীতি করছে।‘

প্রদীপ পাল নামে আর এক নেটিজেন লেখেন, ‘শূন্য পাওয়া দলের এত দুরবস্থা যে বাচ্চাগুলিকে দিয়ে দেওয়াল লেখাতে হচ্ছে। ছি ছি।‘

সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাই কোর্টের আইনজীবী। ভোটের ময়দানে শিশুদের নিয়ে ফলে কমিশনের যে নির্দেশিকা আছে তা খুব ভাল করে জানার কথা তাঁর। কমিশন যখন প্রকাশ্যে এই নির্দেশিকা জারি করেছে, তখন রাজনৈতিক দলগুলিরও তা অজানা নয়। তা হলে কেন বাচ্চাদের দিয়ে দেওয়াল লিখন করতে হল? এই ছবি সামনে আসার পর স্বভাবতই সিপিএমের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

 

FREE ACCESS

Related Articles