খুঁটিপুজোর মাধ্যমে শুরু চেতলা অকালবোধন কমিটি দুর্গোৎসবের কাউন্টডাউন
Countdown of Chetla Akalbodhan Committee Durgotsava begins with Khotipujo

Truth of Bengal: খুঁটি পুজোর মাধ্যমে চেতলা অকালবোধন কমিটি দুর্গোৎসবের সূচনা করল। মহাসমারোহে ৬৭ বছর ধরে চেতলায় আয়োজিত হচ্ছে এই পুজো। সাবেক প্রতিমা হলেও মণ্ডপে থাকছে বিশেষত্বের ছোঁওয়া। নজরকাড়া থিম থাকছে এই পুজো মণ্ডপে।
খুঁটি পুজার মাধ্যমে শুরু হলো দুর্গাপুজোর কাউন্টডাউন। জন্মাষ্টমীর শুভ দিনে চেতলা অকালবোধনে খুঁটি পুজো করা হয়। মহাসমারোহে সপ্তাহের প্রথম কাজের দিনে চেতলাবাসী খুঁটি পুজোয় সামিল হন। সঙ্গে উন্মোচন হয় এবারের থিম। যদিও থিমের ছোঁওয়া থাকছে শুধুমাত্র মণ্ডপে। প্রতিমাতে সাবেকিয়ানার ছোঁয়া থাকছে এবার ও। থিমের নাম ‘পট চিত্রে পুরাণ কথা’। এই পটচিত্রের কথা বলতে গিয়েই ক্লাব সভাপতি বলেন –
এই মণ্ডপের ঢিল ছোঁড়া দূরত্বেই চেতলা অগ্রণীর পুজো হয়। ক্লাব সভাপতির মতে সেখানকার পুজো উদ্যোক্তাদের পরিবারের লোকজন আমাদের পুজোয় আসে আমাদের পুজো দেখতে। এভাবেই ৬৭ বছর ধরে চেতলাবাসী চেতলা অগ্রণীর পুজোর সাক্ষী থাকলেও চেতলা অকালবোধনের পুজোতেও হাজির হয়।