কলকাতা
লোকসভা ভোটের আগে কমিশনের কড়া নির্দেশ, একই সংসদীয় কেন্দ্রের মধ্যে বদলি নয়
Commission's strict instructions ahead of Lok Sabha polls

The Truth of Bengal: লোকসভা ভোটের আগে কমিশনের কড়া নির্দেশ। একই সংসদীয় কেন্দ্রের মধ্যে আধিকারিকদের বদলি নয়,জেলা থেকে বদলির সময় রাজ্যগুলোকে খেয়াল রাখতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি কমিশনের নির্দেশ কেন এমন নির্দেশ জারি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ? ক্ষমতার অপব্যবহার রুখতেই এই নির্দেশ জারি করা হয়েছে।নির্বাচনী ফলাফলে প্রভাব বিস্তার রোখার জন্য সচেষ্ট কমিশন ৩বছরের মেয়াদ শেষে বদলিতে একথা মানতে হবে। জেলা থেকে অন্য জেলায় পাঠানোর সময় খেয়াল রাখতে হবে। নির্বাচনে কারচুপি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে কমিশন, কমিশনের নির্দেশকে মান্যতা দিচ্ছে প্রশাসন একই সংসদীয় কেন্দ্রে বদলি করতে চায় না রাজ্য।