‘লিও’-কে বাঁচাতে রক্ত দিল ‘কোকো’
'Coco' not only donated blood to save people, but this time 'Leo' was also given blood by him

Truth Of Bengal: বাড়ির হোক বা রাস্তার ‘পশু প্রেমীরা’ তাদের আশেপাশের পশুদের কষ্ট নিরাময়ের সম্পূর্ন চেষ্টা করেন। পশু চিকিৎসকরাও এর ব্যতিক্রম নয়। এবার শহর কলকাতায় পশু চিকিৎসায় এমনই মানবিক সাফল্য তুলে ধরেছেন চিকিৎসক প্রতীপ চক্রবর্তী। আর সেই সাফল্যকে সমর্থন জানিয়ে চিকিৎসক-সহ তাঁর টিমকে সমর্থন জানিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Breaking News. কুকুরের রক্তদান কলকাতায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো।
লিও, ডোবারম্যান, ( সত্যজিৎ বিদ্যার্থীর 10 মাস বয়সী মেল পোষ্য), রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল 3এ নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল।
রক্ত দিল কোকো। ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর… pic.twitter.com/l2goc8KSEh— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 26, 2025
বুধবার বেলা ১১.০২ নাগাদ প্রতীপ চক্রবর্তী-সহ তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। কিছুদিন আগেই এটির এই শাখার উদ্বোধনে গিয়েছিলাম। সেই ইউনিট যে এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে একজন পোষ্যপ্রেমী হিসেবে ভালো লাগল। প্রতীপ এবং টিমকে শুভেচ্ছা। কোকোকে আদর। লিও সুস্থ থাকুক।”
সূত্রের খবর, রক্তের রোগে আক্রান্ত ডোবারম্যান প্রজাতির ‘লিও’ নামের এক কুকুর। তার হিমোগ্লোবিন নেমে তিন-এ এসে দাঁড়িয়েছিল। তড়িঘড়ি রক্তের প্রয়োজন, সেসব নিয়ে চিন্তায় ছিল ‘লিও’র মালিক সত্যজিৎ বিদ্যার্থী। বিষয়টি জানতে পেরে ঋষিকান্ত মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি নিজের দশ বছরের পোষ্য কুকুর ‘কোকো’র রক্ত দেন। তবে কোকো কিন্তু ডোবারম্যান প্রজাতির নয় সে রিট্রিভার। তবে লিও এখন রক্ত পেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এবার একে একে ‘লিও’র ডায়ালিসিস ও কেমোথেরাপি শুরু করা হবে। প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে তার চিকিৎসা চলছে।
এদিকে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবের প্রতীপ চক্রবর্তী সংবাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “লিও আগের তুলনায় অনেকটাই ভালো আছে। তবে শুধু গৃহপালিত পোষ্যই নয়, আশেপাশে থাকা সারমেয়ওরা বিনামূল্যে এই ল্যাবের যাবতীয় সুবিধা পাবে। ওদের ভালো রাখতেই এই উদ্য়োগ।”