বিদেশ সফরের আগেই পুজোর আবহের সূচনা, বিমানবন্দরেই দুর্গার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee spent time at Biswa Bangla Stall

The Truth of Bengal: বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছলেও, অনির্দিষ্ট কারণে, মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান ছাড়তে দেরি হয়। সেই সময়ই তিনি কিছুক্ষণ কাটালেন বিমানবন্দরের বিশ্ববাংলার স্টলে। স্টলে রাখা মাটির দুর্গামূর্তির চক্ষুদান করলেন তিনি।
পুজো আসতে আর মাত্র ৩৮ দিন বাকি। সেই আবহ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্লাবে ও বাজারে। রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশ থেকে লগ্নি আনতে দুবাই ও স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ তিনি বিমানবন্দরে পৌঁছন। রাজ্যের মানুষদের প্রতি শুভেচ্ছাবার্তা দেন তিনি। অনিবার্যকারণবশত তাঁর বিশেষ বিমান ছাড়তে একটু দেরি হয়। ফলত ঘণ্টা দেড়েক তাঁকে কাটাতে হয় বিমানবন্দরেই। সেই সময়ই তিনি বিশ্ববাংলার কাউন্টার পরিদর্শন করেন তিনি। কথা বলেন, কর্মীদের সঙ্গে, পাশাপাশি দুর্গার একটি মাটির মূর্তিতে তিনি চক্ষুদান করলেন। ফলে বিদেশ সফরের আগেই পুজোর মেজাজ তিনি তৈরি করে দিলেন।
সূত্রের খবর, তিনি বিশ্ববাংলা কাউন্টার থেকে কিছু উপহারও কেনেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে খুশি হন স্টলের কর্মীরাও। তাঁরাও কেউ আন্দাজ করতে পারেননি। বিদেশ সফরের আগে তিনি এমন দুর্গার চক্ষুদান করবেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন, মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও। মুখ্যমন্ত্রী বিশ্ববাংলার দুটি স্টলে বিভিন্ন বাংলার শিল্পীদের হাতের কাজ ও শাড়ির বিভাগ দেখেন। কিছুক্ষণ ক্যাশ কাউন্টারেও বসেন। সকাল সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে তিনি এবং সরকারি প্রতিনিধিদলের সঙ্গে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দেন।