কলকাতা

হালতুতে ক্লাব ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদ করায় জুটল মার

Club vandalism alleged in Haltu, protest met with beating

Truth Of Bengal: কসবা থানা এলাকার হালতুতে ক্লাব ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদ করায় রাস্তাতেই মারধর করা হল দম্পতিকে। আর এই ঘটনায় কয়েকজন মানুষ জন জখমও হয়েছেন। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবাদী দম্পতির চোখ।

হালতুতে আক্রান্ত দম্পতি জানিয়েছেন, শনিবার রাতে তাঁরা একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দেখতে পান, পাড়ার ক্লাবের পুজোয় ভাঙচুর করা হচ্ছে। সে সময় তাঁরা অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। আর তাতেই শুরু হয় বচসা, গোলমাল।

এ ঘটনায় আক্রান্ত মহিলা জানান, ‘‘আমার স্বামী শুধু ওদের জিজ্ঞাসা করেছিল, কেন এই ভাঙচুর করা হচ্ছে? ওরা তার কোনও জবাব না দিয়েই আমার স্বামীর উপরে চড়াও হয়। ওকে মারধর করা হয়। দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকেও হেনস্থা করা হয়েছে। আমারও এক চোখে আঘাত রয়েছে।’’

Related Articles