কলকাতা

ভুয়ো আয়কর আধিকারিক সেজে ডাকাতি, ধৃত CISF ইন্সপেক্টর-সহ ৭ জন

CISF inspector among 7 arrested for posing as Income Tax officials

Truth Of Bengal: মাঝরাতে আচমকা একদল ব্যক্তি আয়কর আধিকারিক সেজে হানা দিল চিনার পার্কের এক বাড়িতে। তল্লাশির নামে বাড়ির লোকজনের মোবাইল কেড়ে নেওয়া, নগদ টাকা ও সোনার গয়না লুট—সবকিছুই যেন সিনেমার কাহিনি! তবে বাস্তবে এই প্রতারণা বেশি দিন টিকল না। পুলিশের তদন্তে জানা গেল, এই ভয়ংকর অপরাধের নেপথ্যে রয়েছে CISF-এর এক ইন্সপেক্টর ও চারজন কনস্টেবল!

১৮ তারিখ গভীর রাতে চিনার পার্কের এক মৃত প্রোমোটারের বাড়ির দরজায় বেল বাজায় কয়েকজন ব্যক্তি, নিজেদের পরিচয় দেয় আয়কর বিভাগের আধিকারিক হিসেবে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। প্রথমেই তারা পরিবারের সদস্যদের মোবাইল নিয়ে নেয়, যাতে কেউ বাইরে যোগাযোগ করতে না পারে। এরপর প্রোমোটারের মায়ের ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। অভিযোগ, তারা নগদ ৩ লক্ষ টাকা এবং ২০ ভরি সোনার গয়না লুট করে।

প্রোমোটারের সৎ মা আরতি সিংয়ের ঘরে গিয়ে যদিও কোনো মূল্যবান জিনিস নেয়নি, তবে তাকে ভয় দেখিয়ে একটি কাগজে সই করিয়ে নেয় প্রতারকরা। ঠিক কীসের জন্য এই সই নেওয়া হয়েছিল, তা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এই ঘটনার পর মৃত প্রোমোটারের মেয়ে তৎক্ষণাৎ বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমেই চিহ্নিত করে ডাকাতদের ব্যবহৃত গাড়ি। সেই সূত্র ধরে গাড়ির চালক দীপক রানাকে আটক করা হয়। জেরায় সে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে।

ধৃতদের মধ্যে রয়েছেন— অমিতকুমার সিং: CISF ইন্সপেক্টর (ফারাক্কা ব্যারেজ), লক্ষ্মী কুমারী: CISF লেডি কনস্টেবল (আর জি কর), বিমল থাপা: CISF কনস্টেবল, রামু সরোজ: CISF হেড কনস্টেবল, জনার্দন শা: CISF কনস্টেবল। এছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে প্রোমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং গাড়ির চালক দীপক রানা।

পুলিশের মতে, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। ধৃতরা সরকারি আধিকারিক সেজে বাড়িতে ঢুকে লুটপাট চালানোর ছক কষে। তাদের লক্ষ্য ছিল বাড়ির সম্পত্তি ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া।

এই চাঞ্চল্যকর ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, সরকারি আধিকারিক পরিচয়ে কেউ যদি বাড়িতে আসে, তবে তাদের পরিচয় যাচাই করা জরুরি। যেকোনো সন্দেহজনক ঘটনা দেখলেই পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।

Related Articles