কলকাতা
সরকারি কাজের হাল হকিকত জানতে মুখ্য সচিবের বৈঠক
Chief Secretary holds meeting to know the status of government work

Truth Of Bengal: জয় চক্রবর্তী: সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। শনিবার এই বৈঠকে আলোচনা বাংলার বাড়ি থেকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে। সমস্ত জেলা শাসক, বিডিও থেকে বিভিন্ন সরকারি আধিকারিকদের থাকার নির্দেশ। দুয়ারে সরকার থেকে কত সংখ্যক মানুষ এখনো পর্যন্ত পরিষেবা পেয়েছেন। বাংলার বাড়ি প্রকল্প কত দূর কাজ এগিয়েছে। সমস্ত বিষয় নিয়েই তথ্য নেবেন মুখ্য সচিব।