
Truth Of Bengal: শহর জুড়ে দৃশ্য দূষণ ঠেকাতে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি-র অভিনব উদ্যোগ। ২০২২সাল থেকে সংস্থার পক্ষ থেকে কলকাতার বড় রাস্তার ধারে থাকা তাদের ইলেকট্রিক বক্সে মনীষীদের ছবি এঁকে সুন্দর ও সুদৃশ্য করে তোলা হচ্ছে। কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ইলেকট্রিক বক্সে দেখা যায়, যত্রতত্র বিজ্ঞাপনী পোস্টার লাগিয়ে দেওয়া হয়। এমনকি ইলেকট্রিক বাক্সকে ঘিরে পোস্টার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। ফলে শহরের দৃশ্যদূষণ বেড়ে যায়। কেউ কেউ আবার টেক্স ফাঁকি দেওয়ার জন্য CESC বাক্স ব্যবহার করে নিজেদের বিজ্ঞাপন দিয়ে থাকে।
একদিকে দৃশ্য দূষণ অন্যদিকে তাদের ইলেকট্রিক বাক্স ব্যবহার করে বেআইনি ভাবে বিজ্ঞাপন রোধ করতেই তাদের সমস্ত ইলেকট্রিক বাক্সে মনীষীদের ছবি এঁকে সুন্দর রূপে সুসজ্জিত করার পরিকল্পনা করা হয়েছে।
পাশপাশি সাধারণ মানুষের কাছে মনীষীদের স্মৃতি তুলে ধরার জন্য তাদের ছবি আঁকা হয়। বিগত ২০২২ সাল থেকে ঠিক একই ভাবে চিত্রশিল্পী রঞ্জিত দাস কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের অধীনে থাকা সমস্ত ইলেকট্রিক বাক্স মনীষীদের ছবির মাধ্যমে সুন্দর করে তোলার চেষ্টা করে যাচ্ছেন।
সামনেই ২৩জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একসময় তিনি কলকাতা পৌর সংস্থার মেয়রও ছিলেন। তাই এবার কলকাতা পৌর সংস্থার লাইসেন্স গেটের বাইরে ইলেকট্রিক বাক্সে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এঁকে তাঁকে শ্রদ্ধা জানানোর তোড়জোড় চলছে।
কলকাতা পৌর সংস্থার সঙ্গে নেতাজির সম্পর্ক গভীর ও গুরুত্বপূর্ণ। তাই কলকাতা পৌর সংস্থার জন্য তাঁর মহান অবদানকে স্মরণ করে তার প্রতিকৃতি কলকাতা পৌর সংস্থার গেটে গড়ে তুলছেন বলে জানালেন চিত্রশিল্পী রঞ্জিত দাস। তবে শুধু তাঁর নয়, কলকাতা পৌর সংস্থার সংলগ্ন বাকি ইলেকট্রিক বাক্সেও চিত্তরঞ্জন দাস সহ কলকাতা পৌর সংস্থার সঙ্গে যুক্ত মনীষীদের স্মৃতি তুলে ধরতে আরো ছবি আঁকা হবে বলে জানালেন তিনি। একদিকে দৃশ্যদূষণ রোধ, অন্যদিকে দেশের প্রতি রাজ্যের প্রতি বাঙালি মনীষীদের অবদান ও বলিদানকে শ্রদ্ধা জানাতে এই অভিনব প্রয়াস কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের।