কলকাতা
সোশ্যাল মিডিয়াতে সিইও’র ফোন নাম্বার ভাইরাল, তবুও এফআইআর করলেন না সিইও
কিন্তু যে বা যারা ব্যক্তিগত মোবাইল নাম্বার ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার পক্ষে নয় সিইও মনোজ কুমার আগরওয়াল।
Truth of Bengal: নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে সিইও’র ফোন নাম্বার ভাইরাল। কিন্তু যে বা যারা ব্যক্তিগত মোবাইল নাম্বার ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার পক্ষে নয় সিইও মনোজ কুমার আগরওয়াল।
তিনি জানালেন,”এত নিচে আমি নামতে পারব না। তাই আমি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করিনি।” তবে নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা এই বিষয় নিয়ে ক্ষুব্ধ। কমিশনের এক আধিকারিক এর মতে, এটা অত্যন্ত অন্যায় কাজ। মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গের সিইও। তার চেয়ারের একটা দাম আছে। তার মোবাইল নাম্বার এভাবে ভাইরাল করা অত্যন্ত অন্যায় হয়েছে।






