কলকাতা

ফিরহাদের পর মদন মিত্র বাড়িতেও সিবিআই হানা

ভবানীপুরের বাড়িতে সিবিআই হানা

The Truth of Bengal: পুরনিয়োগ দুর্নীতি মামলায় কার্যত অতি সক্রিয়া দেখা যাচ্ছে সিবিআইয়ের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি কামারহাটির বিদায়ক মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই, সিবিআইয়ের হাতে আসে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করার পর, আদালতের নির্দেশে আলাদাভাবে এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে। কয়েকমাস পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কিছুটা ঢিমেতালে চললেও, রবিবার সকাল থেকে সক্রিয়তা দেখা যায়। রবিবার সকাল ৯টা নাগাদ চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাসভবনে হানা দেয় সিবিআই। তার কিছুক্ষণের মধ্যে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও সিবিআই হানা দেয়। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে।

Related Articles