কলকাতা

সদ্যোজাতর কান্নার শব্দে প্রাণ ফিরে পেলেন মা, ঐশ্বরিক ম্যাজিক দেখালেন চিকিৎসকেরা

মৃত’ মা’কে CPR দিতে শুরু করেন সিনিয়র রেসিডেন্ট, পিজিটি’রা

The Truth of Bengal: বিশ্বে এমন কিছু কিছু ঘটনা ঘটে, যার কোনও বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পাওয়া যায় না। আর এমন ঘটনা প্রায়ই জনমানসে ঘুরে ফিরে আসে। ঠিক তেমনই এক দৃশ্য দেখা গেল খাস কলকাতার বুকে।

সিঙ্গুরের বাসিন্দা ফিরদৌসি বেগম কৃত্তিম প্রজনন পদ্ধতিতে সন্তান সম্ভবা হয়েছিলেন। ২৭ সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি হন তিনি। ভর্তি হওয়ার সময় শ্বাসকষ্টের উপসর্গ ছিল। ঙর্তির ঘণ্টার দেড়েকের মধ্যেই হার্ট অ্যাটাক হয়। কিছুক্ষণ পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকেরা ফিরদৌসিকে মৃত বলে ঘোষণা করেন। যদিও গর্ভস্থ শিশুকে বাঁচানোর চেষ্টা চালান চিকিৎসকেরা। ভূমিষ্ট হয় কন্যা সন্তান।

এর পরেই, মৃত মাকে বাঁচাতে ফের একবার শেষ চেষ্টা চালান চিকিৎসকেরা। অ্যানাস্থেসিস্ট বিভাগের প্রধান সোমনাথ দে, ওটি ইনচার্জ কল্যাণব্রত মণ্ডলের তত্ত্বাবধানে ‘মৃত’ মা’কে CPR দিতে শুরু করেন সিনিয়র রেসিডেন্ট, পিজিটি’রা। এদিকে সদ্যোজাত শিশুটিও কাঁদতে থাকে।  সন্তানের সেই শব্দেই হৃদস্পন্দন ফিরে পান ফিরদৌসি। মা ও মেয়েকে নতুন জীবন দেওয়ায় মুখে হাসি ফুটে ওঠে চিকিৎসকদের মধ্যেও।

হাসপাতাল সূত্রের খবর, ভর্তি হওয়ার সময় মহিলার অক্সিজেন স্যাচুরেশন ছিল একদম তলানিতে। দ্রুত সিপিআর চালু করা হয়। তাতেই স্পন্দন ফিরে পান রোগী। বিজ্ঞানের ভাষায় একে ‘রেয়ার কন্ডিশন’ বলা হয়ে থাকে। এমন ম্যাজিকেল ঘটনা ঘটনায় চিকিৎসকদের কাজে কৃতজ্ঞ ফিরদৌসির পরিবারও।