কলকাতা

কাশীপুরের বৃদ্ধ দম্পতিকে টেস্ট টিউব বেবির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court allows elderly couple from Kashipur to have test tube baby

Bangla Jago Desk: স্বামীর বয়স বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁদের সন্তানের স্বপ্ন পূরণে। দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে সন্তানহীন কাশীপুরের এক দম্পতি এবার আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার অনুমতি পেলেন কলকাতা হাইকোর্ট থেকে।২০২৩ সালের ডিসেম্বর মাসে কাশীপুরের ওই দম্পতি উত্তরাধিকার নিশ্চিত করতে পিএইচএস ফার্টিলিটি ক্লিনিকে যোগাযোগ করেন। সেখানে তাঁরা জানতে পারেন, নিয়ম অনুযায়ী স্বামীর বয়স ৫৫-এর বেশি হলে স্বাস্থ্য ভবন থেকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু স্বামীর বয়স ৫৮ হওয়ায় স্বাস্থ্য ভবন তাঁদের সেই অনুমতি দেয়নি।

মঙ্গলবার দম্পতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁদের পক্ষের আইনজীবী অচিন জানা আদালতে দাবি করেন, আর্থিক এবং মানসিক ভাবে সন্তানের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট প্রস্তুত এই দম্পতি। বয়স কোনো বাধা হতে পারে না। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই মামলার শুনানি হয়। ফার্টিলিটি ক্লিনিকের পক্ষের আইনজীবী সুমন চক্রবর্তী এবং মামলাকারীদের আইনজীবীর সওয়াল-জবাবের পর বিচারপতি দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার অনুমতি দেন।

স্বাস্থ্য ভবনের বাধা অতিক্রম করে হাই কোর্টের নির্দেশে সন্তানের স্বপ্নপূরণের আরও কাছে পৌঁছেছেন কাশীপুরের এই দম্পতি। তাঁদের মতে, আদালতের এই রায় শুধু তাঁদের জন্য নয়, ভবিষ্যতে অনেকে এ ধরনের সমস্যার মুখোমুখি হলে সাহস জোগাবে। আইভিএফ-এর ক্ষেত্রে পুরুষের বয়স ২১ থেকে ৫৫ এবং মহিলার বয়স সর্বোচ্চ ৫০ নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই নিয়ম কতটা বাস্তবসম্মত? দম্পতির মতে, আইনি নিয়মে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে তাঁদের মতো দম্পতিরা নিজেদের সন্তান মানুষ করার সুযোগ পান।হাই কোর্টের এই রায়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘টেস্ট টিউব বেবি’ প্রক্রিয়ায় বয়সের সীমাবদ্ধতা।

Related Articles