কলকাতা

লক্ষ্য যাত্রীদের সুষ্ঠু পরিষেবা প্রদান, এবার সরকারি অ্যাপে যুক্ত হবে বাস পরিষেবা

Bus services will now be added to the government app

Truth Of Bengal: পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সুবিধাজনক করতে ‘যাত্রী সাথী’ অ্যাপকে বাণিজ্যিক সংস্থার অ্যাপের মতো পেশাদারিত্বে উন্নীত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে একাধিক পরিবহণ পরিষেবাকে এক ছাতার নীচে আনতে চাইছে সরকার।

বছর দেড়েক আগে চালু হওয়া এই অ্যাপ ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছে। ট্যাক্সি ও অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে প্রায় ৬১ লক্ষ ট্রিপ সম্পন্ন হয়েছে। প্রায় ৭০ হাজার চালক এই অ্যাপ ব্যবহার করে ১৬৬ কোটি টাকা আয় করেছেন। এই সাফল্যের ভিত্তিতে এখন হলুদ ট্যাক্সি ও অ্যাপ-ক্যাবের পাশাপাশি সরকারি বাস এবং ভবিষ্যতে জলপথ পরিবহণ (ভেসেল) পরিষেবাকে অ্যাপের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম ধাপে, বিমানবন্দর-কেন্দ্রিক ১২টি রুটে বাস পরিষেবার তথ্য ও অনলাইনে টিকিট কাটার সুবিধা চালু করা হবে। যাত্রীরা অ্যাপ থেকে জানতে পারবেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কোন বাস ধরতে হবে। অনলাইনে পেমেন্ট করে বাসের টিকিটের কিউআর কোডও পাওয়া যাবে। আগামী তিন মাসের মধ্যে পাইলট প্রকল্প হিসাবে এই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

এরপরের ধাপে বেসরকারি বাসকেও এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বাস চলাচলের সঠিক তথ্য পৌঁছে দিতে রাজ্য বিভিন্ন বাসস্টপে এলসিডি মনিটর বসাবে। নিউ টাউনে এই পরিষেবার জন্য জিপিএস ও আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, যাত্রী সাথী অ্যাপ বাসচালকদের মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজ করবে। এজন্য বিভিন্ন বাসমালিক সংগঠনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। পরিবহণমন্ত্রীর উপস্থিতিতে শুক্রবার এই বিষয়ে বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠকও করা হয়েছে।

পরিবহণ ব্যবস্থাকে আধুনিকীকরণের এই পদক্ষেপে যাত্রীদের সুবিধা ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে রাজ্য।

Related Articles